SOHEL KHAN

মার্কডাউন ওয়েবসাইট

এই ওয়েবসাইটটি খুবই সাধারণ আর সরল ভাবে এটা ডিজাইন করা।কোন রকম জাভাস্ক্রিপ্ট আর থিম ছাড়াই। যাষ্ট _config.yml ও _layouts ব্যবহার করেই।

সবগুলোর বিবরন দিতে গেলে অনেক বড় হয়ে যাবে বিধায় সংক্ষেপে লিখেছি।

প্রথম ধাপ (কনফিগারেশন)

শুরুতে একটি _config.yml ফাইল বানাইছি। এখানে তেমন কিছুই করি নাই শুধু এক লাইনে আমার ওয়েবসাইটের এড্রেসটি লিখছি।

url: "https://....."

দ্বিতীয় ধাপ (লেআউট)

যেহেতু আমি প্রতিটি ক্ষেত্রেই এইচটিএমএল এর পরিবর্তে মার্কডাউন ব্যবহার করবো তাই আমাকে বেশ কয়েকটি কাজ করতে হবে যাতে আমাকে একি জিনিস বার বার না লিখা লাগে । প্রথমত মার্কডাউনটি যেহেতু এইচটিএমএল এ কনভার্ট হবে তাই এইচটিএমএল এর একটি ডিফাল্ট পেইজ লেআউট তৈরি করলে সকল পেজে এই লেআউট আকারেই বের হবে। আমি সেজন্য _layouts নামে একটি ফোল্ডার তৈরি করি এবপর সেখানে default.html নামের একটিএইচটিএমএল ফাইল তৈরি করি।

<!doctype html>

এইচটিএমএল এ বাংলা ভাষা যোগ

<html lang="bn">

হেডে UTF-8 character সেট

<head>
    <meta charset="utf-8">

সার্চ থিম কালার পরিবর্তন

    <meta name="theme-color" content="#f76497">

ডিভাইসের স্ক্রীন সাইজ অনুসারে রেন্ডার

    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">

ফেভিকন সেট

এসেটস্ ফোল্টারে ইমেজেস সাবফোল্ডার করে ৫১২ বর্গ পিক্সেলের ফেভিকন পিএনজি আপলোড করছি।

    <link rel="icon" href="/assets/images/favicon.png" />

পেইজ টাইটেল ও বিবরন

এরপর পেজ টাইটেল আর ডেসক্রিপশান দিছি। পেজ বিবরন উল্লেখ করাটা সিও এর ক্ষেত্রে ভাল। এসেটস্ এ সিএসএস ফোল্ডারে স্টাইল.সিএসএস শুরুতে এম্পটি রেখে এখানে লিংক যোগ করছি। পরে এগুলিকে মিনিমাইজ করছি সাইজ কমানোর জন্য।

    <link rel="stylesheet" href="/assets/css/all.css" />
    <link rel="stylesheet" href="/assets/css/style.css" />

  </head>

বডি হেডার

ফিক্সড মেনু ও সাইড ন্যাগিভিশনের কাজ করেছি।মেইনে শুধু content এড করছি। সাথে আমার পারসোনাল ফন্টাসামের আইকন লিংক ইউজ করছি।

ফুটার

    <footer>
      <p>সোহেল খান©২০২১</p>
    </footer>

তৃতীয় ধাপ (সিএসএস সেটাপ)

খুবই অল্প পরিসরে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলিই শুধু ডিজাইন করছি।

html {
  font-size: 20px;
}

মেইন কাস্টমাইজ

main {
  color: #000;
  background: #fff;
  font-size: 1.15rem;
  line-height: 1.618;
  display: flex;
  min-height: 100vh;
  flex-direction: column;
  flex: 1;
  margin: 0 auto;
  max-width: 45rem;
  padding: 0 .5rem;
  overflow-x: hidden;
	word-break: break-word;
	overflow-wrap: break-word;
}

হেডার কাস্টমাইজ

header {
    width: 100%;
    height: 50px;
    font-weight: 20px;
    line-height: 50px;
    text-align: center;
    background-color: #f76497;
    position: fixed;
    top: 0;
}

ফন্ট অসাম এড

নিজের মত করে কাস্টমাইজ করছি। এমনকি ওয়েবফন্টগুলিও এডিট করে একদম ছোট করে ফেলছি।

টেক্সএরিয়া কাস্টমাইজ


textarea {
  width: 80%
}

মোবাইল স্ক্রিন কাস্টমাইজ

মোবাইল স্ক্রিনে সাইড মেনুর জন্য মিডিয়া অন করছি ডিসপ্লে ছোট বড় করে চেক করে দেখুন।

হেডিং কাস্টমাইজ

h1, h2 {
	clear: both;
  font-weight: bold;
}

h1 {
	font-size: 1.6em;
        color: #778899;
}

h2 {
	font-size: 1.5em;
           color: #778899;
}

ব্লককোট কাস্টমাইজ

blockquote {
    margin-left: 2em;
    margin-bottom: 2rem;
    margin-top: 2rem;
    padding: .4rem .8rem;
    border-left: .35rem solid green;
    color: red;
    font-style: italic;
}

কোড কাস্টমাইজ

pre {
        overflow: auto; 
	padding: 20px;
	overflow: auto;
	max-height: 300px;
	background: #000;
	color: #fff;
}

ব্যাস সাইটির ফ্রেম পুরাপুরি কমপ্লিট। এখন শুধু মার্কডাউন এড করলেই সাইটটি ঠিকমত শো করবে।

চতুর্থ ধাপ(মার্কডাউন ফাইল)

ইনডেক্স মার্কডাউন ফাইল তৈরি করে টাইটেল, হেডার,বর্ননা, পারমালিংক, লেআউট ডিফল্ট বা পোস্ট করছি।

---
tytle:
header:
description:
permalink:
layout:
---

কমেন্টস ও গুগল এনালাইটিক (লেজি লোড)

কমেন্ট ও এনালাইটিক এ ল্যাজি ইফেক্ট জাভা স্ক্রিপ্ট ইউজ করছি যেহেতু আমি চাই না পেজে কোনো জিএস থাকে। বিস্তারিত কোডিং এ লিখেছি, দেখতে পারেন। স্ক্রল করে কিছুক্ষন অপেক্ষা করলে কমেন্টস দেখতে পারবেন। লেজি করার কারনে পেজ স্পিডে কোন সমস্যা হবে না।Performance চেক করতে পারেন লাইটহাউজেgtmetrix জিটিম্যাট্রিক্সে চেক করতে পারেন ওয়েবসাইটের সাইজ ১০ কেবির নিচে জিটিম্যাট্রিক্স। ৫১২কেবি ক্লাবে এই ওয়েবসাইটটি গ্রীন টিমে আছে 512kb.club । গিটহাবে আমার ওপেন সোর্স রিপুটা দেখতে পারেন 60z। এই পেজের পারফরম্যান্স ১০০% ডিসকাস অন করার পরেও। চেক করে দেখতে পারেন এখানে